তোমরা তো বলেই খালাস
যাও এবার বাড়ী।
আজকের দিনে কেমনে যাই
প্রিয়তমাকে ছাড়ি।
সারা বছর প্রতিক্ষার পর
এলো আজকের দিন।
তিলেতিলে কেটে যাচ্ছে
সময় বড্ড ক্ষীণ।
মিলবো আজ প্রিয়ার সাথে
মনে কতো আশা।
পিতামাতার পায়ে সেধে
প্রিয়া ছাড়লো বাসা।
আজি এই পুণ্য দিনে
বাগদেবী বন্দনায়।
বহু ক্লেশে ধরেছি হাত
আমরা এই দুজনায়।
একটু থাকতে দাও আজ
আমায় প্রিয়ার পাশে।
আমার হৃদয় জুড়াব আজ
ওকে ভালোবেসে।



রচনাকাল :-
২১-০১-২০১৮ ইং
৭ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।