তরুর শাখে তরুণ দোলে
সাথে তার তরুণী।
হাওয়ার তালে হেলে দোলে
কোমর ছোঁয়া বিনুনি।
বাঁশের পাতায় বেনু বাজায়
ময়না ধরে গান।
শত শত ফরিং নাচে
কোকিল ধরে তান।
পাহাড় বুকে ঢেউ খেলেযে
স্বচ্ছ ধারায় জল।
স্তব্ধ নীরব দূর করিতে
জল করে কলকল।
লক্ষ লক্ষ মৌমাছি ঐ
গুঞ্জে ফুলের 'পরে।
গানে গানে উড়ে বেড়ায়
মধুর তরে ঘুরে।
পিঁপড়েরা ঐ ঝাকে ঝাকে
পিঠে বোঝা ভারি।
ছুটছে তারা সারি সারি
দিচ্ছে বাঁধা পাড়ি।
কাজল কালো মেঘমালা
সাজছে গগন কোণে।
চারি ধারে ত্রাহি ত্রাহি
ডাক উঠেছে বনে।


       *******