আজকালকার সব কিছু তরতরিয়ে বাড়ছে।
বাড়ার প্রেসারে মাথা ভনভনিয়ে ঘুরছে।  
বয়স বাড়ছে, চুল বাড়ছে, বাড়ছে দাড়িগোঁফ।
প্রচন্ড সারের গুনে রোগ বাড়ছে উফ্!
দ্রব্য পন্যের দাম বাড়ছে, বাড়ছে লোকসংখ্যা।
রাস্তাঘাট, যানজট আরো যানের ডঙ্কা।
বাড়ি ঘর,দোকান বাড়ছে, বাড়ছে ফ্লাটের উঁচুতা।
লোকসংখ্যা-চাহিদায় ; বাড়ছে মনের নীচুতা।
বাড়ছে মিটার,বাড়ছে বিল,আরো টি.ভি.চ্যানেল।
কাকে ডিঙিয়ে কে উঠবে বাড়ছে তার প্যানেল।
স্কুল বাড়ছে, কলেজ বাড়ছে, আরো বাড়ছে বই।
রকমারি পড়াশুনা বাড়ছে কতো সই।
কবি বাড়ছে, কবিতা বাড়ছে, কবিতার পাতায়।
চতুর্থ শনিবার যোগ হলো ছুটির খাতায়।
বেতন বাড়ছে, কাজ বাড়ছে,বাড়ছে অনেক ঝামেলা।
চাকুরী-রাজনীতির টানাপোড়নে বাড়ছে সবার ঠেলা।


২২-০৬-২০১৭ ইং ;
৭-ম আষাঢ় ,  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা।
নিজ বাসভবন।