ভালোই কেটেছে বছর ,
গুনে রাখিনি কত দুর্যোগ পার হয়ে এসেছি ,
কখনো জিতেছি,
আবার কখনো হেরেছি
তবুও বলছি ভালোই কেটেছে বছর।


বিশ্বভুবন ঘুরিনি এবার,
দেখিনি হিমালয়ের বরফ  ,
মরুভূমির বালি কিংবা
সমুদ্রের উথাল পাথাল ঢেউ।
একান্ত আপন মনে বসে সূর্যোদয়
কিংবা সূর্যাস্তের সৌন্দর্য।


বরং এক চিংলার মতো সরু
লেটে মাছের মত দেহ
লোকে যাকে বলে চিকা
নামটা নাই বললাম
অকথ্য নোংরা মুখের ভাষার প্রতিবাদে
নিরীহ ঝাড়ু উঠেছে অস্ত্র হিসাবে।


বিশাল নাগিনী গুষ্ঠির নারী ও ছিল বছর ঘিরে,
বচসা পদচ্যুতি ক্রাশ ফুসফাস
ক্রমশই চলছিল ওঠা নামার মাধ্যমে।


তবুও বলছি ভালোই কেটেছে বছর ।
না পাওয়ার সব কিছু পেতে পারি।
কারণ এখনো আছি আমি বেঁচে আছি।