একটি প্রাণ ঝরে হলো
দূর গগনে তারা।
ভবের হিসাব সাঙ্গ করে
নদীর তটে খাড়া।


থাকতে যতো হিসাব নিকাস
ভাবনা চিন্তায় পূর্ণ।
সাঙ্গ হলে ভবের লীলা
দেহ হবে শূন্য


পড়ে রইবে ঘর দোয়ার
সাধের গয়না শাড়ী ।
আচার বিচার কোথায় রবে
কেবা রবে বাড়ি।


হায়রে তোমার সাধের দেহ
ছুঁইল যেই জন।
বাড়ি ফিরে সর্ব প্রথম
স্নান করিবে ক্ষণ।


দামি গাড়ি ধুইবে পরে
তোমায় শব বয়ে।
শ্মশান ঘাটে ছেড়ে তোমায়
ঘরে ফিরবে মেয়ে।


ঘরের রাখা আহার বিহার
ধূয়ে মুছে  সাফ।
মা ছিলে আদর ছিলো
শবে নেই মাপ।


দুচার দিন চুখের জলে
তোমার চর্চা রবে।
শ্রাদ্ধ শান্তি সাঙ্গ হলে
ভুলবে ক্রমে সবে।


পারের কড়ি রাখলে নাকি
পারা পারের কারণ।
অমৃত লোকে দৃষ্টি রাখো
স্বর্গে ফেলো চরণ।  



বি:দ্র:=আমার বন্ধুর শাশুড়ি ৯৫ বয়স্কা রমনি
আজ মৃত্যুতে আমার মনে যে দাগ দিয়েছে তা প্রকাশের চেষ্টা করেছি মাত্র।