মন্দিরে মন্দিরে প্রবেশিয়া
আমি অবনত করেছি
কতো মোর মস্তক।
নিত্য অবগাহন অন্তে
ধূপ দীপ জ্বালিয়ে
পুষ্প চন্দনে আবৃত
করে তুলেছিলেম কতো
দেবতার চরণ। শুদ্ধ বস্ত্রে,
শুদ্ধ মনে দেবতার
প্রতি প্রার্থনা করেছি
অবিরত। হে কৃষ্ণ
মঙ্গল করো!  তাবৎ
ঘটে প্রতিনিয়ত
ক্রমান্বয়ে বিভ্রাট।
কখনো বিশাল আবার
কখনো ক্ষুদ্রকার।
জীবনের এমন বিভ্রাট
কালে অকস্মাৎ
স্মরণ করি তোমায়।
তুমি পুষ্পরথে আগমন
করো সংকট সন্নিকটে।
মঙ্গলসাধন করে
পুষ্পরথে এনে দিলে
মোরে ভগ্ন আলয়ে।
আজি এ কঠোর সময়ে
দেবদূত সম তুমি। দেবতার
পাঠানো সংকট নাশক
দেবদূত হয়ে আসিলে
আমার সম্মুখে। প্রতিকার
করিলে হেন এক নিমেষে।



১৬-০৬-২০১৭ ইং ;
১ লা আষাঢ় ,  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা।