বড্ড নিশ্চু অবেলা এলোকেশে শুনশান বাড়িতে, উদাস মেঘের ঘন আধারে দৃষ্টি হারায়।
শ্রাবণের রিমঝিম বৃষ্টি ঝরে ছিল অঝোরে
স্তব্ধ পৃথিবী, পাতার টোপটাপ বন্ধ এখন
চিলতে রোদের এক টুকরো বেড়ার ফাঁক দিয়ে  
আগর গাছটি চিরে টোলপাখানো গাল ছোঁয়েছে।


মানুষের আনাগোনা কমলেও ফিসফিসানি সর্বত্রই।


আলোক ভরা দিনেও মনের গভীরে গহন আঁধার,
সমাজের কালো দাগ দেহের প্রতিটি রুমে।
সর্বত্র পাখিদের কাকলি,আমার কাকলি নির্বাক  ।


                    *****