ঠাকুমা আজ আর কেচ্ছা বলেনা,
শুধু শুনে নিরবে রাতদিন অনিচ্ছায়
          হজম হয়
এক থালা গরম ভাতের মতো।


কতো কেচ্ছা তৈরি হয় ঘরে ঘরে
লোক মুখে কারিগর সদা ব্যস্ত,
          রেসিপি করোনা।
সাথে টক মিষ্টি ঝালের আড়ম্বর।


যুক্তি ভিত্তি বিজ্ঞান বাস্তবতা হীন
খাবার স্বাদে গিলছে তা অনায়াসে
              গোগ্রাসে।
যতোসব বেকার ভন্ড ন্যকার দল।


নির্দয় হৃদয় কেবল জানে নিজেকে
সমগ্র যুক্তি-তর্কের সীমা ছিঁড়ে গড়ে
              নিলজ্জ সাম্রাজ্য।
ভাবটা নিজেই বিজ্ঞ বাকিরা আনাড়ি।


                   ****