নুপুর বাজে রিনিঝিনি
বৃষ্টি ঝরানোর বেলা।
বন্ধ ঘরে ঝাড়বাতিতে
রঙ্গিন আলোর খেলা।


মস্ত বড় পানের খিলি
লালচে মুখে পুরে।
লাস্যময়ী নাচ করছে
টাকার পিছে ঘুরে।


হেলেদুলে পড়ছে গায়ে
হাতে রঙিন গ্লাস,
যেমন নাচায় তেমনি নাচে
লাস্যময়ীর দাস।


জগৎ ঘুরছে ঘুরনি পাকে
খাদ্যের হাহাকার।
গুদাম জাত বন্দী লক্ষী
নিষ্ক্রিয়  বেকার।


আর্ত মানুষ ব্যর্থ যখন
শিকল ভাঙ্গার গানে।
মহাজনের রঙ্গিন জীবন
হীরা মুক্তা দানে।