আজি এ প্রভাতে
দেখিনু, বৃষ্টিস্নাত
নব রবির স্বর্ণালি কিরণ।


পাখীদের কলরব
ফুলেদের হিল্লোল
এ যে শরৎ এর পদার্পণ।


মৃদু মন্দ মলয়ে
কাশ ফুলের বনে
লাগলো যে দোলা।


শিউলির কুড়ি বুঝি
চাহিয়া দেখিল একি
আর নাহি তো বেলা।


পদ্মের নব ডালে
পল্লবেরা পলে পলে
হাতছানি দেয় অবিরত।


শ্রাবণের বারি ধারায়
ধৌত তাজা অপরাজিতা
বলে শরৎ সুস্বাগত।


১৯-০৮-২০১৭ ইং ;
২ ভাদ্র;  ১৪২৪বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।