জীবন দিয়ে জীবন ভর,
শুধু পজেটিভ চিন্তা করেই চলছি।


শোক পেতে পেতে
এখন আর অশ্রু ঝরেনা।
চোখেই শুকিয়ে গেছে শোকাশ্রু।


বটের মতো চারদিকে ঝুরি
ছড়িয়ে দেওয়ার ইচ্ছে,
খুশি বৃক্ষের ঝুরি।
দানবের করাল থাবায়,
তা মূলেই ঝলসে যাচ্ছেে।


বিত্তবানরা বহুমূল্যের বিনিময়ে
সুইমিংপুলে সাঁতার কাটে,
আর বানভাসিরা প্রাণ বাঁচাতে
সাঁতরে মরে।


দুবেলা দুমুঠো আহার,
আর শীতের ছেড়া কাঁথা জোটেনা যাদের,
তাদের আবার পজেটিভ চিন্তা ;
একমাত্র মৃত্যুই তখন
পজেটিভ হয়ে সামনে দাঁড়ায়।


          *****