চৌদ্দ বছর ও আমি হেসে হেসে
কাটিয়ে দিতে পারি বদ্ধ ঘরের
কাজল কালো অন্ধকারে।
যদি পৃথিবী আবার শান্ত হয়।


আমার আয়েশি ঘরের খোলা
বাতায়নে বনেদি আনাগোনায়
নিমেষে চৌদ্দ দিন কেটে গেলো
ঘড়ির কাটার সাথে নেচে-গেয়ে।


তপ্ত প্রকৃতির বোঝা বাড়ন্ত
শান্ত হবে প্রকৃতির আকুতি
আমরা শান্তি প্রিয় শান্ত ছেলে
ঘর ছাড়া হইনি লক্ষ্মী ছাড়ার মতো,
তবুও বুক করে দুরুদুরু,
কি জানি কি হয় কি হয়।


        ******