রাজতন্ত্র বহুদিন হলো অবসান।
আজকাল সমাজে জনগণ প্রধান।
সামনেই আসছে বেগে জোর লড়াই,
নেতাগন দলছে চড়াই উৎরাই।
নির্বাচন যেন আজ সাজিলো রাক্ষসী,
সবকিছুই আজ সে নিতে চায় গ্রাসী।
বাড়ী ঘরে স্কুলে কলেজে কাজে ও কর্মে,
সকলেই আলোচনা রাখে এই মর্মে।
গাড়ী কিংবা ট্রেনে যখনি চেপে বসি,
রাজনীতিই কেবল কানে আসে ভাসি।
ছাত্রদের এর থেকে দূরে রাখা দায়।
বড়দের চেয়ে তারা আরো বেশী ধায়।
রেজাল্টেতে রাজনীতি করিবে কি রক্ষা,
কেউ কি মনে রাখো সামনেই পরীক্ষা।


রচনাকাল :-
৩০-০১-২০১৮ ইং
১৬ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।