জাগ নবো চিত্তে,
জাগ নবো হরষে।
নূপুরধ্বনি শুন ঐ বাজে বনে।
ময়ূর নাচে নব ঘন
কাজল কালো মেঘের ছায়ে।
মিলন বেলা ঘনালো আজিকে
দূরে নহে আর এসো সন্নিকটে,
মাদল বাজে,বাদল মেঘে,
গুরুগুরু রব তার ধ্বনিছে দিকে।
গাঁথ মালা তবে বনফুলে আজ
সাজায়ে আসর ধূয়ে মলিনতা,
মমতায় ভরা রবে আসন পাতা।
এসো নব সাজে মিলনের তরে,
রবিরে করিতে বরণ পূর্ণ প্রভাতে।
প্রদীপ জ্বালায়ে মঙ্গল গীত গাহিব মোরা।
এসো এসো তবে ;পুণ্য ধরা পূর্ণ করিবো,
অমর করিব সন্ধিক্ষণ।