কুয়াশা আঁধার ঘন শীতের সকাল,
প্রখর দাপটে স্তম্ভিত তাল তমাল।
আজি শান্ত স্তব্ধ দাঁড়িয়ে সকল তরু,
নারকেল পাতা গুলো কাঁপে দুরুদুরু।
আমলকী কাঁদে যেন পাতার বিহনে,
সেগুন, জারুল কাঁদে বনের গহনে।
বিড়াল নিলো দখল উনুনের পাড়,
ইঁদুর খুঁজছে বুঝি কম্বলের ওয়ার।
গরীব জড়ালো গায়ে শত ছেড়া কাঁথা,
ধনী দামী কম্বলে শুইলো ঢেকে মাথা।
কাজের ঝীয়েরা কাজে কেঁপে কেঁপে ছোটে,
হাত পা অবশ দূরন্ত শীতের চোটে।
সবকিছু ঝিম ধরা শীতের সকালে,
সুখ শান্তি গুলি আজ শীতের দখলে।


রচনাকাল :-
২৪-০১-২০১৮ ইং
১০ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।