ভালো মুহূর্ত গুলো সব
মুহূর্তেই হয়ে যায় শেষ ;
অনাসৃষ্টি গুলোর শুধু
রয়ে যায় রেশ ।
সযতনে সাজানো বাগান
কখনো হয়ে যায় ধ্বংস।
বড়বড় কোম্পানি নিঃশেষ
হয় প্রবেশে মামা কংস।
অতি সুন্দরি লাস্যময়ী ও
কালচক্রে রূপযৌবন হারায়।
রাজা হয় রাজ্যচ্যুত
ফকির মহাজন এই ধরায়।
গভীর প্রেমেও ধরে যায় ফাটল,
ভেঙ্গে যায় কখনো প্রতিজ্ঞা অটল ।
বন্ধুত্ব শত্রুতে,বিশ্বাস
পরিণত হয় প্রতারণায়।
সব,সব কিছু এলোমেলো
হয় সময়ের গতি ধারায়।
অশ্রুর দ্বারা ধুয়ে মুছে
নতুন করে শুরু হয় শেষে।
চিরস্থায়ী নয় কিছু তবু ......
চলছে যুগের তালে মেশে।
এভাবে অতীত থেকে ভবিষ্যৎ
এর সেতু হয় রচনা।
ভাঙ্গার খেলা শেষেই
শুরু হয় গড়ার সূচনা।  



০৪-০৮-২০১৭ ইং ;
১৮ শ্রাবণ,  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।