ভোরের বিছানায়
ঘুম থেকে জেগে
প্রথমে তোমাকে চাই।


অফিসে কাজের
ফাঁকে ফাঁকে
আমি তোমাকে চাই।


ক্লান্ত দেহে
ঘরে ফিরেই
আগে তোমাকে চাই।


বন্ধুদের সাথে
মস্তি - আড্ডাতে
আমি তোমাকে চাই।


শীতে গরমে
রোদে বৃষ্টিতে
তোমাকে চাই।


সকালে বিকালে
রেস্তরাঁ হোটেলে
তোমাকে চাই।


প্রমোদ ভ্রমনে
যখন তখন
শুধু, তোমাকে চাই।


আনন্দ উৎসবে
লাল, কালো,সবুজের সাজে
তোমাকে পাই।


ভালো লাগে
সম্মুখে যখনি
তোমাকে পাই।


আমি ক্ষুধা ভুলে
আবার চনমনে
হয়ে যাই।


তুমি ছাড়া
আমি হই
দিশা হারা।


তুমি কে?
তুমি যে 'চা',
দার্জিলিং এর তারা।