এই উদাসী হাওয়া
ছাড়ে না পিছু মোর।
শান্ত মন হয়ে ওঠে
চঞ্চলমতি। তৃষিত
নয়নে খুঁজে চলে
শুধু তারে।নিঃশ্বাসে
বহে গরম হাওয়া।
চোখের পাতা হয়েছে
ভারী। ফেলে আসা
স্মৃতি গুলি উত্তাল
হয়ে আছড়ে পড়ে
সমুদ্রের ঢেউ এর
মতো মানস পটে।
যাওয়া আসার মাঝে
এক সাগর ব্যবধান।
সব কিছু ছাপিয়ে দিয়ে
ভোরের নতুন সূর্যদয়ের
মতো হাসির ঝিলিক এক
শুভদিনের আগমনের
আশায়।



২১-০৭-২০১৭ ইং ;
৪ শ্রাবণ, ১৪২৪ বাং ;
চেন্নাই  ;দক্ষিণ ভারত।