লোহায় নির্মিত তোমার কলিজা;
চলো পাথুরে পথে এঁকে বেঁকে,
সরিসৃপের মতো গন্তব্যের দিকে।
মাঝে মাঝে কু-স্বরে তোলো হুঙ্কার-
একি সতর্ক ধ্বনি,না আগমন বার্তা।
তুমি চলো এগিয়ে সাম্যের গান গেয়ে।
তোমার মমতার ক্রোড়ে যুগে যুগে
বয়ে নিয়েছ কত কত মহাপ্রাণ।
কতো রক্তক্ষরণ, কতো মিলন,
কতো বিচ্ছেদ, কতো হয়েছে
বিবাগী কে তার হিসাব রাখে....
তোমাতে হয়েছে কতো প্রাণহানি,
যুগিয়েছ জীবিকা, দিয়েছ আহার।
কিবা শীতল,কিবা উষ্ণ চলছো
তোমার লোহার গতিপথে...



২৯-১২-২০১৭ ইং ;
১৩ পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর  
   ভারত।