লাঠির জবাবে গানের সুর
এগিয়ে চলো যাদবপুর।
আগে পেরেছিস, এখনোও পারিস
চলা দুর্গম স্রোতের বিপরীত।
রাষ্ট্র শক্তির এ কি সন্ত্রাস?
ত্রাহি ত্রাহি রব, করাল গ্রাস।
ফিরে আসে কথা ১০ই জুনের,
গুরু আলোচনা পুলিশ গুণের।
কেন বারে বারে ১০ই জুন ফিরে?
পরিবর্তন কি-ই-বা হলও মনের গভীরে?
বাম ডান যাই হোক না তারা,
স্বভাব একই; কুঁড়ি লাথি মারা।
মুক্ত বাতাসের বড়ই অভাব,
যাদবপুর তাদের রেশমি কাবাব।
ডাকাত,পুলিশ হাতের মুঠোয়
হাড় ভাঙ্গে সোজা লাঠির গুঁতোই।
তারাই শাসক, তারাই বাপ
যাদবপুরকে শাসানির চাপ।
যতই পাঁজর ভাঙ্গতে থাকো
হাতে হাতে রেখে গড়বো সাঁকো।
বন্ধু-ভাইদের রক্তের দাগ
লজ্জায় V.C  নিপাত যাক।
এক-দুই মিলে গড়ি প্রতিরোধ
বিচার চাই, না হয় চলবে ক্রোধ।
বেড়া ডিঙোতে নাই কোনও ভয়
লড়ে যাবো শুধু,কেড়ে নেবে জয়।
আমাদের সাধের যাদবপুর
লাঠির জবাবে গানের সুর।
ভোরের আকাশ খুঁজবো আমরা
অবাধ্য আমরা, দামাল ছোকরা।
হাজার ছাত্রের এই বলিদানে
আনবো আঘাত তোমার মননে।
লাঠির জবাবে গোলাপ ফুল
এবার মরিয়া ছাত্র পুল।
আমাদের প্রতিবাদ এই ভাবেতেই
যাদবপুর এগিয়ে যাবেই।