*আইবুড়ো*

"কি রে ,কতদিন তুই থাকবি একা,
এবার কিছু কর,
আর কবে করবি বিয়ে,
বয়স পঞ্চাশ পর ?"

"ইচ্ছে আমার অনেক দিনের,
করবো আমি বিয়ে,
পাচ্ছিনা তো কম বয়সী,
পাত্রী কোথাও খুঁজে ।।"

"এর পরে তো পাবিনা মেয়ে,
পাবি তো সব বুড়ি,
ভুল করছিস খুঁজতে গিয়ে,
মেয়ের বয়স কুড়ি ।।"

"মেয়ে একটু বয়সী হলেও,
মানিয়ে নেবো আমি,
রূপসী কিন্তু হতে হবে
হবো তবেই স্বামী  ।।"

"খুঁজতে গিয়ে রূপবতী,
তুই যে হলি বুড়ো,
চুল দাড়িতে পাঁক ধরেছে,
ডাকবে সবাই খুড়ো ।।"

"বয়স আমার বাড়ছে জানি,
কামাই তেমন নাই,
তাইতো ভালো চাকরি করা,
পাত্রী আমার চাই ।।"

"চাকরি করা মেয়ে পাওয়াটা,
মুখের কথা নয়,
হয়তো বা তুই পেতেও পারিস,
যদি বরাত ভালো হয়।"

"বাপের হবে একটি মেয়ে,
চাইনা শালা শালী,
টাকা হবে বাপের অনেক,
তবেই  হবো রাজী ।।"

"এত দাবি থাকলে পরে,
কোথায় পাবি মেয়ে ?
থাকিস তুই জীবনভর,
আইবুড়োটাই হয়ে ।।"