*ডাকবাক্স (Post Box)*
সময় সবার এক যায়না ,
শেষ একবার হবেই,
কারোর মনে আর পড়িনা,
লাল ডাকবাক্স আমি ভাই।
এক কালে গুরুত্ব আমার,
যাবে না বোঝানো বলে,
থাকলে ভরা পেটে ও আমি,
গুঁজতো চিঠি মুখে।
করিনি গো রাগ কোনোদিন,
জলে ভিজে পুড়তে রোদে,
সঙ্গী আমার কেউ ছিলোনা,
রাতেও একা পাড়ার মোড়ে।
কতজনের গোপন কথা ,
রেখেছিলাম পেটের মাঝে,
তাও কোনোদিন মুখ খুলিনি,
ছিলো বিশ্বাস আমার কাছে।
এলাকায় এতই ছিলাম পরিচিত,
চিনতো সবাই এক ডাকে,
কেউ কেউ বলতো আবার
ঠিকানা তার আমার নামে।
হঠাৎ করে কি যে হলো ,
থাকা শুরু আধা পেটে,
এই বাজারে নতুন করে
কেউ এসেছে কোরিয়ার নামে।
কিছু দিন চললো পেজার,
চললো SMS,
আজকে নাকি email ছাড়া
অফিস হয়না শেষ।
Whatsapp আর facebook নাকি
সবার নিজের পরিচিতি,
সোশ্যাল পেজেই পড়ছে সবাই,
অন্যের লেখা চিঠি।
আর প্রয়োজন নাই যে আমার,
কলম ও নাকি একা,
ছাড়তে হয়েছে জায়গা পাড়ার,
সবাই ছেড়েছে চিঠি লেখা।
এই প্রজন্ম জানলোই না,
ছিলাম কত দামী,
জায়গা পেয়েছি জাদুঘর কোনে,
এখন এতই প্রাচীন আমি ।।