*বিদায় (Farewell)*
আজ আমার এখানে শেষের দিন
নিচ্ছি বিদায় তাদের থেকে ,
সঙ্গ ছিল যাদের প্রতি মুহূর্ত,
তাই থাকবে টান ওদের দিকে।।
হয়তো আর চিনবে না তারা,
আমারও হবে নতুন শুরু,
কাল থেকে আর হবে না দেখা,
মানবে না আর আমায় গুরু ।।
আর হবেনা মনোমালিন্য,
হবে না আর কথা কাটাকাটি,
যাও বা একটু ছিলো বিভেদ,
আজ মুছলো সে ভুল বোঝাবুঝি।।
এই চেয়ারে বসবো না কাল,
থাকবে না নজর কোনে কোনে,
তবু থাকবে স্মৃতি থাকবে প্রেম,
থাকবে সবার কথা আমার মনে।।
আজ আড়ম্বরের শেষ নাই আর,
উপহারের ছড়াছড়ি,
সবার মুখে চর্চা আমার,
থেকে যাওয়ার শেষ মিনতি।।
এমনি করেই চলছে জীবন,
আজ এখানে কাল সেখানে,
কাল সঙ্গে কেউ ছিল নতুন,
কাল সঙ্গ দেবে কেউ নতুন নামে।।
ভুলবো না কাউকে আমি,
বলবো না আর বন্ধু বিদায়,
জানি আবার হবে দেখা সবার,
যাচ্ছি আমি সেই আশায়।।