*যাচ্ছে দূরে*

মনটা আজ বড় ই ভারী,লাগছে না কোনো কাজে,
আজকে সে যে ছাড়বে বাড়ী তাই চোখ ভাসছে চোখের জলে।
এই চোখেতেই স্বপ্ন ছিল, এই মনেতেই আশা,
তবু কেনো মন কাঁদছে এত , ঘর হয়েছে ফাঁকা।
এই মুখেতেই বকেছি কত, মেরেছি দু এক হাত,
কষ্ট আজ হচ্ছে কেনো, যখন সে যাচ্ছে দূরে আজ।
খাবার খাওয়ায় অনেক বিচার, ওর মায়ের চিন্তা তাই,
কে জানে কে রাখবে খেয়াল, নাকি খালি পেটে পুরো রাতটাই।
নতুন জায়গা নতুন লোক নতুন পরিবেশ,
পারবে কি না সে মানাতে, আমার নাই চিন্তার শেষ।
মা বাবাকে ছেড়ে সে যে থাকেনি এক রাত,
শিখবে এবার মায়ের থেকে দূরে থাকার স্বাদ।
ছেলে আমার যাচ্ছে দূরে, করতে পড়াশুনো,
সেখান থেকেই কমজীবন শুরু নিজ দায়িত্ব।
সবাই কাঁদে খুশির মাঝে, মেয়ের বিয়ের দিনে,
সত্যি ভাই কষ্ট একই ছেলে বিদায় নিলে।।