*প্লেনে স্বপ্ন ভঙ্গন*

আজ হতে চলেছে আমার স্বপ্ন পূরণ, আমার বিদেশপারীর ক্ষণ,
সকাল থেকেই উৎকন্ঠা ,  যাবো আমি লন্ডন।
আশীর্বাদ নিলাম সবার, পেলাম শুভেচ্ছা,
হাত নাড়িয়ে বিদায় নিলাম জলদি ফেরার আশা।।
নিয়ম মেনে খুশি মনে প্লেনে দিলাম পা,
স্বাগততে ব্যস্ত সব বিমান সেবিকা।।
দেশ বিদেশের অনেক লোক সহযাত্রী আমার,
সুযোগ পেলাম পাশে বসার, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সবার।।
বিদেশ যাওয়ার আনন্দ আর হাওয়ায় ওড়ার মজা,
এড়িয়ে গেলাম না শুনে সব সতর্কতার ঘোষণা।।
ছুটলো প্লেন ছাড়লো মাটি এবার স্বপ্ন সত্যি হবে,
প্রণাম করি দু হাত খানা ঠেকিয়ে কপালে।।
এয়ারপোর্টের পাঁচিল আমরা পেরোলাম সবে,
মে ডে- মে ডে পাইলটের আর্তনাদ শুনতে পেলাম কানে।
কিছু সেকেন্ড পরেই হলো বিশাল বিস্ফোট,
দম বন্দ যাচ্ছে হয়ে,  আর পারছি না রাখতে খুলে চোখ।।
পুড়ছে শরীর পুড়ছে সবাই ,পুড়ছে সবার কপাল,
স্বপ্ন সবার রইলো চোখে, কেউ সময় পায়নি ভাবার।
শেষ বিদায়ের পাইনি সময়, শরীর দেয়নি সাথ,
এদিক ওদিক ছড়িয়ে আছে দুই পা আর দুই হাত।।
সবার সাথে আমিও ছিলাম, এখন কেউ সাথে আর নাই,
তোমরা সবাই মেনেই নিও আমার
শেষ যাত্রা এটাই।।