তোমাকে বলার, ছিল যে কত কথা।
হয়নি বলা সে কথা॥
সে কথা শুনে, তুমি কি খুশি হতে?


তোমার নামে, লিখেছি যত চিঠি।
যে চিঠি পাঠাতে পারিনি তোমায়॥
সে চিঠি পড়ে তুমি কি খুশি হতে?


দেখা হবে তোমার সাথে, কবে আবার?
বলব সব মনের কথা, ভাবি বার বার॥
এবার যদি কিছু মুহূর্ত হয় দেখা,
খুশি হব আমি ,যদি দেখি তোমায় একা।


তুমি কি খুশি হতে?
এমন এক সময়ের মধ্যে পড়ে॥
জন মানব হীন শূন্য রাস্তা,
চারিদিক নিমজ্জিত রাস্তার আলো,
বলতাম সব কিছুই ,
যদি তুমি খুশি হতে হতো সবই ভালো॥


কিছু সময়টা যদি অনেক... সময়ে বদলে যেতো!
তবে জীবনটা তোমার সাথে উপলব্ধি করা যেতো॥
মনে পড়ে এখনো তোমার সেই কথা "আমি এলাম"।
"এলাম" বলে গেলে তুমি কোথায়,
তোমায় কোথাও যেন দেখলাম,
আবার হয়তো হারিয়ে ফেললাম!
এখানেই ভাবনার ইতি টেনে নিলাম॥


এখনো শেষ হয়নি সেই রাত,
লাল গ্লাস গুলো ভরা হল,
এক টার পর একটা হাতে নিলাম॥
রাতের আবছায়া আলোয় ,
আবার যেন তোমায় দেখলাম!
কিন্তু নিঝুম নেশায় নিশুতি রাতে-
সেই প্রশ্ন রয়েই গেলো,
এসবে তুমি কি খুশি হতে?
সব শেষে মন কে বোঝাই সবই বৃথা,
সব শেষে তুমিও একা আমিও একা॥


                                   @Sander