এইতো সেদিন দেখা,
             এই কদিনের আলাপ-চারিতা।
              মাঝে মধ্যেই বন্ধ কথা-বার্তা,
       এবার ফোন করে কে আগে বলবে?
                 আমারই পুরো ভুলটা|

বলা আর না বলার ফারাক টাই বা কোনটা,
তোমার সাথে হোক একবার দেখা,
নাহলে কেমন যেন ছটপট করে মনটা।

             এসো একদিন সেই নদীর পাড়ে,
                  শান্ত স্নিগ্ধ সু-নির্মলে।
          না হয় আমিই প্রতিবারের মতো,
         বলবো পুরো ভুল আমারই ছিল!

                      তবুও কিছু মুহূর্ত,
                      একসাথে বসবো,
                    কাটবে সব বিরক্ত।
                    যদি হতো এমনটাই,
         তোমার সাথে কেটে যেতো সবটাই|


        মনের ভিতর মনের মানুষ,
             বাইরে তুমি অন্য।
                          ভিন্ন রূপে ভালোবাসা,
                                 সবই তোমারই জন্য।

                   সবার কাছে তুমি প্রিয়,
                     আমার কাছে প্রিয়া।
   শান্তি নদের ভাব-তরঙ্গে তুমিই আমার হিয়া।