কলম ভালোবাসি, কিন্তু আমি কবি নয়!
লিখতে ভালোবাসি, কিন্তু আমার লেখা কবিতা নয়!
আমি যাকে ভালোবাসি, আমি তার প্রেমিক নই॥
আমাকে যে ভালোবাসে, তাকে আমি দেখি নাই!
মনের অন্তরালে, কে এসে জড়ালে?
শেষে তুমি সবই এড়িয়ে গেলে।
এখনো তোমার সেই সব অচেনা রূপ দেখছি,
আর অবাক হয়ে ভাবছি,
এটাও কি তুমিই ছিলে?
শেষে সবটা লিখে রাখছি,
যাতে না যাই সবটা ভুলে।
দেখো তোমার জন্যে আবার নিয়েছি কলম তুলে।
সেদিন ও লিখতাম আজও লিখছি,
ফারাক শুধু চিঠি থেকে নোটবুক-এ।