বড় মনে পড়ে; তার সেই প্রান্তর,
জীবন নদের সেই তীর,
ভাসানো ভেলার উপর॥
স্রোতের সেই সুনীল।
আবারো কি দেখতে পাবো তারে ?
সেই সুনীল নদের ধারে,
হোক না কিছু মুহূর্ত; থাকব বসে দুজনে,
আর বার বার ফিরে যাব সেখানে ;
তোমার ওই সুনীল চোখে দেখবো নীল অম্বর,
আবারো দেখব  সেই প্রান্তর।
স্রোতের সেই প্রান্তর