বোবা , কালা , কানা -- এইটুকুই আজকের সমাজ ,
আমাদের দেশ , এই মহান মহাদেশ ।।
অন্যায়ের সাথে আপোস করে ওদের দিন আসে ,
একমুঠো খাবার , একটা ছোট পরিবার
ব্যাস !! শুধু এটুকুই ওদের পৃথিবী ,
ঠিক যেন শামুক একটা খোলসের আড়ালে লুকিয়ে ।।
ওরা লাঞ্ছিত , ওরা বঞ্চিত ; এ সমাজে ওরা উপেক্ষিত ,
তবু নীরব মুখে , বন্ধ চোখে সয়ে যায়
সমস্ত অন্যায় , অত্যাচার ---
শুধুই প্রয়োজনের তাগিদে ।।
আমাকে বলতে দাও আজ ওদের কথা ;
সমাজে যাদের নেই কোন পরিচয়
একটু জীবনের খোঁজে পথেই কেটে যায় জীবন
কিংবা কোন ট্রেনের কামরায় অথবা
গাড়ির পেটের ভিতরে ।।
কত শব্দ শুনে যায় হাজার হাজার কান
প্রতিদিন জীবনের এই সড়ক বা রেল পথে ,
কত কান্না ওদের মনে ধরে , ফুটে ওঠে
কবিতা বা গল্পের পাতায় , সোনালী অক্ষরে --
শুধু ওদের হাততালি আজও বাদ রয়ে গেছে ।।
আমাকে বলতে দাও ; ওরা বলতে চেয়েও
কোনদিন যা পারেনি বলতে ;
সাবাস ! পৃথিবী সাবাস
সাবাস !! হে প্রগতিশীল সমাজ , সাবাস তোমায় ....