ওই যে দূরে আকাশ আছে
তার মধ্যে চেয়ে দেখো , আমি আছি
সেই যেমন ছিলাম হাজার বছর আগে
তোমার সাথে , তোমার পাশে ।।
খুঁজে দেখো মনের চোখে , ঠিক যেমন
কোন সাধক খুঁজে ফেরে নিজের ঈশ্বরকে ,
খুঁজে দেখো শরীরের রক্ত কনার গভীরতায়
ঠিক যেমন কোন নাবিক দিক খুঁজে ফেরে
গভীর সমুদ্রের কোনায় কোনায় ।।
আজও ভালোবাসি তোমায় , ঠিক যেমন
কোন মাতাল ভ্রমর ভিজিয়ে ফেরে দুটি ঠোট
রসাক্ত জীবের আঙিনায় ।।
এখানে সুখ নেই , যেমন সেদিন ছিল
পুচকির চুলের ছায়ায় ,
এখানে শান্তি নেই , যেমন সেদিন ছিল
পুচকির আঁচলের তলায় ।।
ওরা বলে , সব নাকি শেষ হয়ে গেছে
আমি বলি , এখনও অনেক জীবন বাকি আছে ,
সূর্য এই তো সবে অস্তাচলে ,
পুরো রাত কাটবে এবার ভালোবেসে দুজনে ,
অসম্পূর্ণ কাহিনী সেদিনের আবার পূর্ণ হবে
গোলু গুলটি সংবাদ - স্বার্থক হবে ।।