কালো বৈশাখীর সন্ধ্যে কেটে যাবে ঠিক । আসবে আবার রঙিন সূর্য কাল । আজকের এই বেদনাটুকু সয়ে নিতে দাও শক্তি । সত্যের হবে জয় শীঘ্রই ।
ভেঙে পড়বো না মানুষের আদেশে । ওরা জানে না কি করে ফেলেছে । যীশুর শরীর ভেদ করে কাঁটা , ফস্টাস এঁকেছে । সর্বহারা গণতন্ত্রে ঠিক কেটে যাবে ফ্যাসিবাদ ।
আমরা জেতে বাঙালি , আমাদের ফুসফুস জুড়ে কই মাছের প্রাণ । আমরা চিনি রাম কে দস্যি ছেলের নামে । আমরা চিনি রাম কে গল্পের আড়ালে । আমাদের রাম ইস্কুলে যায় , আমারই পিঠের ব্যাগে । আমাদের রাম ছাগল চড়ায় , আমার বইয়ের সবুজ পাতাতে । আজ ওরা সেই রামকে হত্যা করেছে । বদলে দিয়ে গেছে নতুন এক ....


সব ঠিক হয়ে যাবে । রাম ফিরে পাবে ঠিকানা নিজের , শুধু অল্প অপেক্ষা ....
হে প্রভু , ক্ষমা করো এই মূর্খ জনতার দরবার
ওরা অবুঝ , বোঝে না তাই , বোতামের কারবার ।


পড়ার বইয়ের রাম বুঝে সেদিন যারা ভিড় করেছিল মেশিনে
কাঁটার মুকুটে ক্রুশ বিদ্ধ বেসে , তারাই দেখি আজ মৃত্যুর মুহূর্ত গোনে ।