মেঘ থেকে সব জল ঝরে যাওয়ার পর                          
মেঘের অন্তর যখন খালি হয়ে আসে,
তখন নীল আকাশ সামনে আসে তার
লজ্জা কাটিয়ে-
কালো মেঘের লজ্জা!
এ লজ্জা তাকে দিয়েছে রাতের চাঁদ।
যে চাঁদ আজও মুখ লুকায় ,কলঙ্কিত বলে।
তবু সে চাঁদ আমার কবিতায় আসে,
হয়তো আমার কবিতাও কলঙ্কিত।
আমার কবিতার রাধাও তো কলঙ্কিনী,
শ্যামের আলোয় আলোকিত সে,
তবুও ঢাকা পরে না তার
              দু চারটে কলঙ্কের দাগ।
টান মেরে ছিঁড়ে ফেলি কবিতার খাতা,আর
খাতার কলঙ্ক উড়িয়ে দেই আকাশে।
তখনই দেখি আকাশে উঠেছে চাঁদ-
               সেই কালো দাগ;
তার পাশে আমার কবিতার রাধা।