সেদিন আর দূরে নয়,
কোটি বছর আগেকার ঈশ্বরীয় স্বপ্ন ধ্বংসের।
দুটি জীবের প্রথম চলার পথে-
আজ সহস্র কোটি জীবের পায়ের ছাপ ।
গাছ-মাটি-জল ছিল তার প্রথম সূত্রপাত।
আজকের ইট-পাথর-সিমেন্ট এর এই পৃথিবী,
তবু সেই মাটিতেই দেখি যেন তার
                   শেষের দিনের ছবি।
সেই প্রথম দিন-প্রাণ ছিল,
ধর্ম ছিল না,ছিল না জাত।
যেদিন তৈরি হলো-অনেক প্রাণ হলো নষ্ট।
আর কেন ? অনেক তো মরল!
এবার একটু চোখ মেলে দেখ-
                     সে যে আসছে।
সেদিন আর দূরে নেই।
আজ তোমরা মারছো,কাল সে মারবে
তবু আজ তোমরা মারছ!
দেখছো না ঝড়,ভূমিকম্প,তার রাগ।
সেদিন যখন তোমার পায়ের ভূমি
                আলতো হয়ে সরে যাবে,
সামনে পাবে যার হাত, আকড়ে ধরবে তুমি।
হয়তো কাল তোমারই গুলিতে,
                         মরেছে তার ছেলে।
সেদিন যখন চোখ বুজে আসবে,
হিন্দু না,মুসলিম না
                    কেউ রইবে না।
তবে কিসের জন্য মারবে?
একবারও এসে দেখবে কি-
শেষের দিনের পরের দিন?
কত শান্তি ভরা পৃথিবী।
ধর্ম নেই,জাত নেই, প্রাণ নেই-
আছে শুধু গাছ-মাটি আর জল।