তোমার এত অহংকার- কিসের?
বলতে পার- রূপের না যৌবনের।
তোমার ওই গোপনীয়তা- কিসের?
তা কি কেবল অভিমানের।
মস্তিষ্ক আমার মোহাচ্ছন্ন, তোমার স্মৃতি
দমকা হাওয়ায় ভাসিয়ে দিলে- সম্পর্কে ইতি।
সময় বয়ে যায় আপন খেয়ালে
তোমার গোপনীয়তা আমায় কৌতুহলী করে তোলে।
আমি নদীর কাছে গেলাম গোপন কথা জানতে
নদী বললো, চেয়ে দেখ যদি ভেসে আসে স্রোতে।
সাগরের কাছে গেলাম যদি জানতে পারি
ঢেউয়ে ঢেউয়ে রেষারেষি, শুধু ঢেউয়ের লহরী।
পাহাড়ের কাছে গেলাম তার কথা জানতে
সে বললো, আমি ক্লান্ত সারাদিন রং বদলাতে বদলাতে।
আকাশের পানে তাকিয়ে তারে খুঁজি
কালো মেঘ এসে গুমগুম শব্দ করে এমনই পাজি।
বনের নির্জনতায় তোমায় খুঁজে ফিরি
কেবল শুকনো পাতার মরমর্ ধ্বনি শ্রবণ করি।
আমি ব্যর্থ প্রেমিক, তুমি রয়েছ আত্ম সুখে
ভালো থেকো, চিরদিন হাসিমুখে।
তোমার আত্মচিন্তা, দর্পিত ভঙ্গি
হোক না তা আমার নিঃসঙ্গ জীবনের সঙ্গী।