হানাহানি আজ করছে মানুষ
গ্রাম দখলের জন্য
ঠকবাজরা লুটছে ফায়দা
মানুষ হচ্ছে বন্য।
একদল চায় দখল করতে
অন্যদলের গ্রাম
প্রতিরোধ করলে পরে
হারায় যে কত প্রাণ।
প্রাণের দায়ে ঘর ছাড়ে
গ্রামের সব পুরুষ
সুযোগ পেয়ে ঠকবাজরা
হয়ে ওঠে অমানুষ।
মেয়েরা থাকে ভয়ে জড়সড়
শিশু তোলে কান্নার রোল
ঠকবাজরা তোয়াক্কা করে না
তোলে হাসির রোল।
লাঠি-বন্দুকে শাসন করে
মুখে থাকে বদ ভাষা
পুলিশ এসে চাক্ষুষ করে
তাদের তামাশা।
রিপোর্ট করে সব ঠিকঠাক
শান্তশিষ্ট এলাকা
চলে গেলেই শুরু হয়
লুঠতরাজদের বায়নাক্কা।
আগুন লাগিয়ে ধ্বংস করে
গ্রামের পর গ্রাম
লুটতে থাকে অসীম মজা
হাসে অট্টগ্রাম।
গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে
সমগ্র এলাকা জুড়ে
প্রশাসন যেন জড়ভরত
টনক না নড়ে।
নেতায় নেতায় যুদ্ধ চলছে
মানুষ মরছে সাধারণ
বুক ফুলিয়ে নেতারা বলছেন
অনন্য, অসাধারণ।