হঠাৎ এক নির্জন দুপুরে, ভেসে ওঠে পুরানো স্মৃতি
মনটা হয়ে ওঠে ভারাক্রান্ত
যেন কত দূরে, মনে হয় মেঘের আড়াল থেকে
ভেসে ওঠে তোমার ওই সুন্দর চাঁদ মুখখানি।
এখনো মনে আছে, জ্বলজ্বল করছে
সেই পড়ন্ত বিকেলে, শুধু তুমি আর আমি
আর এক টুকরো কাগজ, যার মূল্য কতখানি
পরে জেনেছিলাম, আমাদের মিলন হবে না।
হতাশ, চূড়ান্ত হতাশ হয়েছিলাম, ভেবেছিলাম
জীবনের মূল্য কতখানি, ঝরা পাতার মত-
তাই নয় কি?
হঠাৎ পড়েছে মনে, আজ লিখছি তাই
স্মৃতির পাতা থেকে।