আমার জীবনে কোনো 'কবিতা ' নেই
যা ছিলো ধূসর শব্দ কিছু
এখনো কোনো 'কবিতার ' সন্ধান পাই না
যাকে নিয়ে একটা কবিতা লেখা যায় ।


সবটাই ভূমিকা এখন  । উপসংহারটা শেষের কথা ।
তার আগে একটা গল্প পড়ি । ছেঁড়া পাতার গল্প ।


ধূসর রাজনীতি । বাপছেলেতে মশকাবাবি ।
ভাঙ‍া ঘরদোর ।ছেঁড়া গল্প । নাটুকে চিরকুট
সবটাই মিথ্যে , আধুনিক রাজনীতি ।