আজ নিরুপায় এই  সমাজ,
তাই নিরুপায় আমি ।
পথচেরা অনেক গল্প...
সমাজের মুখো দর্পনে । ।
আমি আজ নিরুপায়,
নিরুপায় প্রকৃতির সব রহস্য  । ।
আবল-তাবল প্রকৃতির ভাষাও যেন,
আজ নিরুপায় । ।
লাল ক্লান্তি ভরা গল্প,
চারিদিকে ভেসে বেড়ায়  । ।
আর আজ ভেসে বেড়ায়,
অজানা অদেখা মুখের আড়ালে  কালো রহস্য । ।
আজ নিরুপায় প্রকৃতি ....
তাই নিরুপায় সমাজের মানুষ । ।
যতদেখি লাল,কালো,সবুজ নানা পতাকার  উত্তলন,
ততই শিউরে উঠি । ।
আজ নিরুপায় সমাজ,
তাই নিরুপায় প্রকৃতি । ।
রহস্যের আড়ালে ওই সব মানুষ গুলো..
আমাদের-ই ভাবমূর্তি । ।