প্রতিবারই যখননি, ফিরি বাড়ি থেকে
ফিরে ফিরে চাই শুধু, তারই দিকে
দেখি, ঐ জল জড়ানো চোখ দু’টিতে রয়েছে কত মায়া ।
জিবীকার তাগিদে ভালোবাসা অসহায়,
মাথা নিচু করে দেই ব্যর্থতার পরিচয়
তাই তার মনে বিরাজ করে, অনেক অভিযোগর ছাঁয়া।।
বুকের ঠিক মাঝখানে
এক পাথার চাঁপা কান্না বানে
গোপনে লুকিয়ে থাকে কিছু চোখের জল।
সকল চোখকে দিয়ে ফাঁকি
সে দৌড়ে আসে একাকী
ভালোবাসা কাঁদেই চলে মনের অন্তরাল।।
হাত নাড়ানোর ইশারাই
জানাই সে বিদায়
আজ থেকে দিন গণনার ডাইরী  হবে লেখা।
বিদায় সংকেত নিয়ে বুকে
অভিনয় করি হাসি মুখে
মন বলে একটি কথায়,এইটায় যেন না হয় শেষ দেখা।।