মনে পরে কিছুদিন আগের কথা
কত কান্না চোঁখে পরম ভালোবাসায়
জড়িয়ে ধরে এক নিশ্বাঃসে বলতে
বাচঁতে পারবো না তোমাকে ছাড়া,
এখনও একই কথা নতুন শুরে অন্য কাওকে বল
একবারও কি বিবেক তোমার দেয়নি নাড়া।
যে তুমি একদিন আমার চারপাশের সকল কিছুই
করে নিয়েছিলে আপন
তাহলে কি প্রয়োজনে কেন তা এখন কর গোপন
আমার হাসিঁ, চলাফেরা, পোশাক পরিচ্ছেদ
এমনকি শরীরের ঘামের গন্ধও যার কাছে এত প্রিয় ছিল
বলতে কি পার, কি কারনে সেই মানুষটাই আজ অচিন হল।
যে তুমি আমার নতুন কবিতার আশায় এক এক প্রহর গুনতে
শুনলাম এখন ভালোলাগা বদলে গিয়েছে
তাই আমার কবিতা ভালোলাগে না আর শুনতে।
সব বিশ্বাস ভালোবাসাকে জ্বালিয়ে দিয়ে চিতায়
হৃদয় করেছো ধূসর এক মরুভ’মি
তাই আজ যাকে দেখছি,
সে এক বদলে যাওয়া তুমি।


০৮/০২/২০২০ইং