চিৎকার দিয়ে জানান দিলাম এসে গেছি ভবে
মা-বাবার স্বপ্ন শুরু, ছেলেকে তারা কি বানাবে ?
স্কুলের ব্যাগ ঝুলিয়ে কাঁধে, অনিহার পড়ালেখা
মায়ের শাসন, বাবার বকনে পৃথিবীর বুকে একা।
মন টানে শুধু মাতিয়ে খেলি, লাফিয়ে পরি পুকুরে
বাল্যকালে ভালোই ছিলাম মায়ের আঁচল তলে।
কলেজ জীবনে হোস্টেল আর বন্ধু আড্ডাবাজি
রাজনীতি আর রং-বাজিতে সুক্ষ্ণ কারসাঝি।
চাকরির পড়া পড়তে পড়তেই ত্রিশ বছর পার
মা-বাবার স্বপ্নটা স্বপ্ন রয়ে গেল,
পেল না দেখা বাস্তবতার।
সংসার জীবনে পর্দাপনে, হাসি কান্নায় কাটে বেশ
গোলামীর চাকরি জীবন
তাও একসময় করলাম শেষ।
খবরের কাগজ হাতে নিয়ে ভাবি
ফেলে আসা দিনগুলো
কালো চুল সাদা হওয়ার সংকেতে বুঝি,
আমার বয়স গেল।
তাং - ২৩.০৭.২০১৭