জানি, তোমার নামাজের মোনাজাতে
থাকবে না কোন দোয়া, আমার জন্য, ঐ জোড় হাতে।
চোখের দু’পাশ দিয়েও গড়াবে না এক ফোঁটা পানি।
এটা আমি জানি, আমি জানি,আমি জানি।
আমিও আযানের সময় আর উঠিয়ে দিবো না, মাথার ওড়না
মিথ্যা বলে থামিয়ে দেব না কোন প্রবাহমন ঝর্ণা।
মুখটাই দিব না আঁকিয়ে কোন কাঁমড়ের দাগ
এখন তোমার প্রতি দৃষ্টিও থাকবে না আর, নিশাচর সজাগ।
আর পারবো না শোনাতে স্বরচিত কবিতার,দু’টি চরণ।
খাবো না রান্না ঘরের দুষ্টুমিতে তপ্ত খুন্তির ছেঁকা;
পুড়বে না আমার শরীরের বরন।
পারবো না এখন তোমার প্রতি কোন অধিকার ফলাতে
আর হবো না হাজির, তোমার পছন্দের কমদামি পাতাটিপ আর কাঁচের চুড়ি নিয়ে
আমিও কোন অবেলাতে।
আর হয়ত হবে না পথচলা একই ছাতার নিচে,
দু’জনে একইসাথে
তুমিও এলো কেঁশে আসবে না নতুন শাড়ী পরে;
এক ডিব্বা নুডুলস্ নিয়ে হাতে।
কারন, এখন তুমি অন্য কারও জন
তাই আর কখনও হবে না মোদের অন্তরঙ্গ আলিঙ্গন।
আমিও নিজে বাঁচার তাগিদে খুজছি অন্য একটি হাত।
হয়ত কিছুই আর নেই আমাদের মাঝে
শুধু মনের কোণে সুপ্ত ভালোবাসাটাই লুকানো থাক।।
তাং- ২৯/০৩/২০২০ইং