বয়সেই বড় হলে বড় হয় না সে
বড় সেই যার গুণে পৃথিবীটা হাসে।
চুলদাড়ি পাকা হলে নন বড় তিনি
যার কাছে আগামীর দল র'বে ঋণী।
ভাল কাজ, ভাল ভাব যার দেহে রয়
তাকেই প্রকৃত ভাল সব কালে কয়।
ভালোর পুঁটুলিতে দয়া প্রেম প্রীতি
ক্ষমা, ত্যাগ,দান সব থাকাটাই রীতি।
ভাল কাজ কর, পথ হোক প্রতিকুল
ফুল যদি হতে চাও আগে হও মূল।
যে মূল গভীরে কাজ করে অবিরত
যত রস দেবে গাছ বল পাবে তত।
যে আসে সে যাবে যেনো অমোঘ নিয়মে
লোভ লালসাকে বাঁধো আত্ম-সংযমে।
দেহ তো যাবার, যাবে তুমি বেঁচে র'বে
'প্রেম' ছাড়া "মরা" জয় করেছে কে কবে?
ভালবাসা দাও আর ভালবাসা নাও
ফল ভুলে সৎ কাজে নিজেকে লাগাও।
আয়ু তো দেয় না সুধা অমর হবার
সুকাজ করলে পাবে আশিষ সবার।