নিলুফার মাথাটায়
রোজ কাক বসা চায়
জানিনা কি সুখ পায় তাতে!
নিলুফার ছোট মামা
যার গায়ে নীল জামা
লাঠি থাকে তার বাম হাতে।
ভয় পায় তাকে কাক?
ঘুরে ফিরে দেয় ডাক
বসে না তো আর কোনখানে!
শুধু নিলুফার পাশে
কাক যেতে ভালবাসে
মাঠে নামানীরা বুঝি জানে!
কাঠফাটা দুপুরেতে
কাক নামে বীজ ক্ষেতে
জানালায় চোখ রেখে দেখি;
'কি কারনে দেখি, চল,
কাকে আনে দলবল;
গিয়ে দেখি কি আজব। একি!!'
কাক তাড়ুয়ার কাছে
হাঁড়ি ভরা দানা আছে;
তাই খেতে রোজ বসে হাট।
আমাদের জমিটায়
কাকতাড়ুয়া যোগায়
লোকহীন হলে, ফলা-মাঠ।
দানা দিয়ে কেবা ডাকে
হাজার হাজার কাকে
কারো বদমাশি চালনামা।
কাকতাড়ুয়া দুটিকে
সাধ করে জামা ফিকে
পরিয়েছে নিলুফা ও মামা।
তাই কাকতাড়ুয়ারা
নয় আজ নামহারা
তারাও তো এক নাম পাক,
কোন বদমাশ তবে
তাহাকে ধরতে হবে
জমিতে যে ডেকে আনে কাক।