ইঁদুর দৌড়ে ছুটছে খোকা
তার সাথে পিতামাতা,
মোটের 'পরে কি লাভ হবে
বুঝতে পারি না ছাতা।
শিশুর ঘাড়ে বই-এর বোঝা
রোজ ভোরে উঠা চায়
পড়ার চাপে খেলা হয় না
ভাইকে পায় না ভাই।
পড়ার সাথে হরেক চাপ
নাচ, গান, ছবি আঁকা
এসব করে কখন পাবে
শিশুরা সময় ফাঁকা?
দিনের শেষে ঘুমের দেশে
কখন ঢলে যে দেহ,
শিশুর জ্বালা শিশুই বোঝে
আর বোঝে না কেহ।
                    (চলবে)