ভায়ের দুঃখ ভাই বোঝে না
দরদ জাগে না মনে,
কর্মজীবনে মানুষ হলে
সরে তারা সে কারনে।
গুণীজনেরা রাঙায় চোখ
আধুনিকতাকে দুষে,
জানে না তারা এ বিষ-বীজ
তারাই দিয়েছে ঠুঁষে।
মানুষটাকে যন্ত্ররুপে
গড়তে চেয়েছে বলে,
মানুষ থেকে আবেগ, প্রেম
সকলি গিয়েছে চলে।