কিছু কথা থাকে বুক পকেটে
কিছু বা পাহাড় তলে,
কিছু কথা চলে শুধুই হেঁটে
কিছু কথা ফেলি জলে।


কিছু কথা মাখি স্নানের ’পরে,
কিছু বা গভীর রাতে,
কিছু কথা চাপা রাখতে ঘরে
চাপ বেড়ে চলে মাথে।


কিছু কথা রাখি কবর মাঝে,
কিছু চশমার কাঁচে,
কিছু কথা করে রঙিন, লাজে,
কিছু গড়ি নিজ ছাঁচে।


কিছু কথা অশরীরীর বেশে
চলে সাথে দিনরাত,
দিন-বিদায়ী কিছু কথা এসে
রাতে মনে দেয় সাথ।


কিছু কথা থাকে ক্ষানিক দূরে
আবেশের ডোরে বাঁধা,
নিকট হলে যাবে ভেঙ্গেচুরে
কেটে গিয়ে সব ধাঁধাঁ।


কিছু কথা ঠোঁটে হাসি ফোটায়
কিছু কথা ফেলে দুখে,
কিছু কথা সারাজীবন ভোগায়
ছোটোখাটো ভুলচুকে।