লেখার মত পাইনা কিছু আজকাল তুমি ছাড়া,
তোমাকে ছুঁয়ে  ভাবনা ঘুরে মাঝি আমি দিকহারা।
সরাতে বেড়ি করিনু কত বৃথা সে পণ্ডশ্রম,
'জীবন ঢেলে সাজাতে আসা'  ছিল কি তোমার ভ্রম?
তুমি তো শুধু তুলেছ গাছ প্রাণ তবু আছে মূলে,
সময় স্রোতে ব্যাথার রসে আজ তাজা তারা ফুলে।
দেয়াল কত ফেটেছে তাতে, কত ঝুল কালি মাখা,
সরাব কাকে সবেতে প্রেম-স্মরণ চিহ্ন আঁকা।
যেমন আছে তেমনি থাক গতিহীন বায়ু ঘর,
ঝাপসা হবে গতির দোলে, এ কি স্বর্গীয় বর?
অচল হোক আমার পথ, সবাই চলুক ছুটে,
বলব নাকো অচল তবু কোথায় কি ফুল ফুটে।
আমার কাছে ধোঁয়ার ছবি হয়েই না হয় থাকো,
বাস্তবেতে আমার কথা নাইবা মনে রাখো।
ভাঙার মাঝে বাঁচার সুধা পাই যে তোমায় নিয়ে,
প্রেম কি মরে যদিনা হয় দুইটি দেহের বিয়ে?