বেলকুনি থেকে প্রায় দেখি
তুমি সিগ্রেট পোড়াও,
নরম পাতায় লুকানো -
চোরের চোখ।
ঝুলবারান্দা যেন চুম্বক
তোমার লোহার আবেগের কাছে।
আমি বুঝি এসব
শুধু বুঝি না-
কি সুখে ওই :
অপেক্ষা?
বসা?
দূর্বলের মত হাটাহাটি?
আমার চোখ ভয়ের এ পাড়ে
অনুমতিহীন।
এখন আর আমি বাতাস নই
তুমিও না।
ছুটতে পারি না।
আমি এখন গাছ-
ফলে ভারাক্রান্ত।
শুনেছি-
তুমিও তো গাছে হয়েছ,
ভারি তো তুমিও।
তবে-
এত আলগা কেন?
ঠিক করে ভেবে দেখ
আমরা সবাই কমবেশি
রেলগাড়ি।
লাইনেই চলতে হবে;
লাইনের সঙ্গে
সম্পর্ক থাকে।
শুধু অবস্থানটা বদলে যায়-
প্রতিমুহূর্তে,
না থেমে বরং তুমিও চলতে থাক
হয়ত
কোনোদিক
আগের অবস্থানে দেখা হতে পারে
পঁচিশ বছর আগের মত।


@@@
ক্ষমাপ্রার্থী :
আমার মোবাইলে ব্যাটারি জনিত দারুন সমস্যা থাকার কারনে সময়মত লেখা জমা দিতে পারি নি। অনুগ্রহ করে নিজ গুণে ক্ষমা করে দেবেন এবং আগের মতই সাথে থাকবেন।
@@@